South 24 Pargana News: মাটির দেওয়াল ধসে মৃত্যু মা ও দুই কিশোরী কন্যার

ABP Ananda Live:মাটির দেওয়াল ধসে মৃত্যু মা ও দুই কিশোরী কন্যার।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের আঁচনা গ্রাম পঞ্চায়েতে।মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া।টানা বৃষ্টির জেরে পুরনো মাটির দেওয়াল ধসে দুর্ঘটনা বলে অনুমান।বাংলা আবাসের টাকা ২ কিস্তি পেয়েছিল হতভাগ্য পরিবার, কাজে লাগানোর আগেই দুর্ঘটনা।গত ১৩ অগাস্ট জলপাইগুড়ির রাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ২ শিশুর।

আরও পড়ুন...

৪ অগাস্ট রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে কলকাতায় গ্রেফতার অস্ত্রের দোকানের ৩ মালিক 

৪ অগাস্ট রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে কলকাতায় গ্রেফতার অস্ত্রের দোকানের ৩ মালিক ।বিবাদি বাগের একই অস্ত্রের দোকানের ৩ মালিককে গ্রেফতার বেঙ্গল STF-এর।বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে গ্রেফতার দোকানের ৩ মালিক ।প্রচুর কার্তুজের খোল লেনদেনের অভিযোগ, খবর বেঙ্গল STF সূত্রে।আগেও অন্য একটি অস্ত্র মামলায় এই দোকানেরই ২ কর্মী গ্রেফতার ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola