South 24 Pargana News: গতকাল বনকর্মীর উপর হামলা, আজ মৌপীঠে বাঘ-বন্দি

Tiger Faer: গতকাল বনকর্মীর উপরে হামলা, অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। বন -দফতরের খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। গতকালই এক বনকর্মীর উপর হামলা করে বাঘটি। আহত বনকর্মীকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে।

 

শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন

কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধে ৭টা নাগাদ তারাতলায় CPT কলোনিতে ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২৫টি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারিয়েছেন বেশ কিছু মানুষ। আশ্রয় তো গেছেই, যথাসর্বস্ব খুইয়েছেন ঝুপড়িবাসীরা। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে গতকাল রাত ১টা নাগাদ চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। সেখান থেকে পাশের পরিত্যক্ত জমিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আধঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন, এখনও জানা যায়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola