South 24 Parganas News:ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান,বজবজে দুঃসাহসিক ডাকাতি। ABP Ananda Live

ABP Ananda Live : বজবজে সোনার দোকানে দিবালোকে বন্দুক উঁচিয়ে দুঃসাহসী ডাকাতি। ফের একবার দুষ্কৃতীদের  টার্গেট সোনার দোকান। গত কয়েকদিনে একাধিকবার সোনার দোকানে হচ্ছে ডাকাতি। এবার একই ঘটনা ধরা পড়ল বজবজে। দুপুরে বাইকে চড়ে ৩ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হানা। গয়না দেখার অছিলায় ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালায় লুঠপাঠ। নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের। তিনজনেই পরিচয় লুকোতে মাথায় হেলমেট পরে আসে।  

আরও খবর, রানাঘাটের কায়দায় রানিগঞ্জে (Ranjigaunj)ভরদুপুরে ডাকাতি। ফের টার্গেট সেনকো গোল্ডের শোরুম। পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলির লড়াই। গুলি ছুড়তে ছুড়তে পালাল দুষ্কৃতীরা। ভোট মিটতে কসবায় এবার তৃণমূল বনাম তৃণমূল! ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় তৃণমূল কর্মীদেরই মারধর! কেন বেশি ভোট পেয়েছে বিজেপি, প্রশ্ন তুলে মারধরের অভিযোগ। কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দলেরই একাংশের কাউন্সিলরের অনুগামীদের মারধরের অভিযোগ তুললেন কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ।তাঁদের দাবি, লোকসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে। তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন বিজেপি বেশি ভোট পেয়েছে, সেই প্রশ্ন তুলে গতকাল রাতে তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola