Kakdwip News: কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা | এলাকায় বিক্ষোভ-পথ অবরোধ
ABP Ananda Live: কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙা ঘিরে উত্তেজনা। মূর্তিভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ-পথ অবরোধ। রাস্তা অবরোধমুক্ত করতে পুলিশের লাঠিচার্জ। অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, দাবি রাজ্য পুলিশের। উত্তেজনা সামাল দিতে মূর্তির বিসর্জনের উদ্যোগ পুলিশের। মূর্তি ভাঙা নিয়ে আসরে বিজেপি, অভিযোগে আঙুল প্রশাসনের দিকে। তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র, কটাক্ষ শমীকের। মৌলবাদীদের তোষণের ফল, সরব বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
উত্তপ্ত কোচবিহার, বিজেপির বিক্ষোভ, বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার ১০
পুলিশ সুপারের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঘিরে তপ্ত কোচবিহার (Cooch Behar) । পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে অবরোধেও লাঠিচার্জ পুলিশের । বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে ।
রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ১০ জনের মধ্যে মহিলা আইনজীবী-সহ ৩ মহিলার জামিন । মহিলার স্বামী পার্থ রায় সহ ৫ জনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বাকি ২ জনের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ কোচবিহারের বিশেষ আদালতের ।
কোচবিহার কোতোয়ালি থানার কাছে বিজেপির বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । বাজি ফাটানোয় কোচবিহারে 'মারমুখী' এসপি! প্রতিবাদ বিজেপির । কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা । কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় ।