Tiger Fear: কুলতলির মৈপীঠে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। ABP Ananda Live
তিনদিন ধরে লুকোচুরি খেলা শেষ। কুলতলির মৈপীঠের গৌড়ের চক গ্রামে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। একসময় বন কর্মীদের দিকে তেড়েও আসেন দক্ষিণরায়। প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েন বন কর্মীরা। তবে শেষপর্যন্ত বাজি ফাটিয়ে, টিন বাজিয়ে, বাঘকে তাড়া করেন তাঁরা। মাকরি নদীতে ঝাঁপ দিয়ে, আজমলমাড়ি তিন নম্বর জঙ্গলে ফিরে যায় রয়্যাল বেঙ্গল। তিনদিনের আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে মৈপীঠের গৌড়ের চক গ্রামে।
Tags :
South 24 Parganas Royal Bengal Tiger Bangla News Sundarban ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel