Raidighi News: বন্যাত্রাণের সামগ্রী আধপোড়া অবস্থায় পড়ে, রায়দিঘিতে তৃণমূলকে কাঠগড়ায় তুলল বিজেপি
Continues below advertisement
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিডিও অফিস চত্বরেই আধপোড়া রয়েছে জামা কাপড়। অথচ সেই বিষয়ে কার্যত অন্ধকারে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও। তৃণমূলের কোন্দলের জেরে ত্রাণ বিলি না করে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূল।
Continues below advertisement
Tags :
Bangla News Raidighi TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS Flood Relief