Bengal Tiger: অবশেষে মৈপীঠের খাঁচাবন্দি বাঘ ফিরল জঙ্গলে, স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈপীঠ
ABP Ananda Live: অবশেষে মৈপীঠের খাঁচাবন্দি বাঘ ফিরল জঙ্গলে। সুন্দরবন এলাকার ধুলিবাসানি জঙ্গলে ছাড়া হল বাঘকে। বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের মৈপীঠ। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল। স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈপীঠ। বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ।
নুরুল হক-কে নারায়ণ অধিকারী বানিয়েছিল ধৃত সমীর দাসই ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, ভোল বদলও করেছিলেন, পুলিশ সূত্রে খবর। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত ছিল, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। আর নুরুল হককে এদেশে আসার পর নারায়ণ অধিকারী বানানোর পিছনে সমীর দাসেরই হাত রয়েছে বলে অনুমান পুলিশের।