South 24 Parganas Shootout: ঘুটিয়ারি শরিফে মদের আসরে গুলি, মৃত এক, জখম আরেকজন

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে শ্যুটআউট। মদের আসরে চলল গুলি। একজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ঘুটিয়ারি শরিফ স্টেশনের কাছে রেললাইনে বসে মদ্যপান করছিল জনাআটেক যুবক। অভিযোগ, সেই সময় নিজেদের মধ্যে বচসার জেরেই গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফিরোজ মোল্লার। মাজেদ শেখ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পুলিশ সূত্রে খবর, নিহত ফিরোজ মোল্লা মাদক কারবারে যুক্ত ছিল। তা নিয়ে বচসার জেরেই গুলি চলে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram