Sonarpur News: সোনারপুরের তালপুকুরে বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ উঠল। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার
ABP Ananda Live: সোনারপুরের তালপুকুরে বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ উঠল। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হয়েছে। যদিও গুলি চলেনি বলে দাবি করেছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, গতকাল রাতে তালপুকুর এলাকায় বিসর্জন চলাকালীন স্থানীয় বাসিন্দা দেবাশিস কয়াল ও হরেকৃ্ষ্ণ প্রামাণিকের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, ঝামেলার মধ্যেই হরেকৃষ্ণ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি চালায়। সংঘর্ষে আহত হন দেবাশিস। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
'স্বরাষ্ট্রসচিবকে দ্রোহের কার্নিভালে আসার নিমন্ত্রণ করেছি', বৈঠক থেকে বেরিয়ে এসে জানালেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিনের মাথায় ১২টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকের ডাক মুখ্য়সচিবের। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ মুখ্যসচিব মনোজ পন্থের স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় বৈঠক। বৈঠকে যোগ দেওয়ার জন্য় স্বাস্থ্য়ভবনে আসতে শুরু করছেন বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে পৌঁছে গেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আজ রাজভবন অভিযানের পর রাজ্যপালের সঙ্গে দেখা করেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন তারা। কিন্তু রাজ্যপালের সঙ্গে সেভাবে কথা হয়নি বলেই দাবি প্রতিনিধি দলের। রাজভবন গেলেও রাজ্যপালের সঙ্গে কথা হল না জুনিয়র ডাক্তারদের। 'রাজ্যপাল শুধু দেখা করেছেন, ডেপুটেশন দিয়েছি, কোনও কথা হয়নি। রাজভবনে আমাদের ক্ষোভের কথা জানিয়েছি। রাজভবনের কর্মচারীর মাধ্যমে জেনেছি, আমাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ৭ দফা দাবি পূরণ হয়নি, মিথ্যা বলা হচ্ছে, এটা ভিত্তিহীন। মুখ্যসচিবের দাবির প্রেক্ষিতে পাল্টা দাবি জুনিয়র ডাক্তারদের। কেন বাকি ৩ দফা দাবি নিয়ে টাইমলাইন দিল না সরকার? আমরা কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে অনশন করছি না। সিনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে আমাদের ডাকা হয়নি', মন্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। ABP Ananda Live