Sonarpur News: ভোররাতে জামালকে নিয়েই 'প্রাসাদে' হানা পুলিশের, 'যেখানে শিকল বেঁধে নির্মম অত্য়াচার..'

Police Raid On Jamal House: জামালকে নিয়েই ভোররাতে সোনারপুরের 'প্রাসাদে' অভিযানে পুলিশ। সোনারপুরের দাপুটে তৃণমূলকর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বাড়ি সংলগ্ন যে জায়গায় সালিশি সভা বসাতো জামাল, যেখানে শিকল বেঁধে নির্মম অত্য়াচারের অভিযোগ উঠেছে, সেই সব জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে। মাটির নীচে জলের রিজার্ভারের তালা ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, জামালের বাড়ি থেকে সিসিটিভির হার্ডডিস্ক সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। 

পুলিশের নজর এড়াতে মুখ ঢেকেছিলেন মাস্কে,আর সেই মাস্কই কাল হল।অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামাল।শুক্রবার নরেন্দ্রপুর থানা এলাকার শামুকপোতা থেকে জামালউদ্দিনকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ এবং বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ সূত্রে দাবি,মঙ্গলবার সোনারপুরের বাড়ি থেকে পালিয়ে জামাল চলে যান ঘুটিয়ারি শরিফে শ্বশুরবাড়িতে। যদিও সেখানে না থেকে রাতভর একটি বাঁশবাগানে লুকিয়ে ছিলেন তিনি। বুধবার সকালে ঘুটিয়ারি শরিফ থেকে ট্রেন ধরে বিধাননগর হয়ে বাগুইআটিতে আসেন জামাল। সেদিনই ফের সোনারপুরের মিলনপল্লিতে এক পরিচিতর বাড়িতে আশ্রয় নেন তিনি। ABP Ananda Live.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola