South Sikkim Landslide: দক্ষিণ সিকিমে ধস, মৃত্যু হয়েছে ২ জনের। ABP Ananda Live

ABP Ananda Live: দক্ষিণ সিকিমে ধস, মৃত্যু হয়েছে ২ জনের। ধসে একজন নিখোঁজ। গত কয়েকদিন ধরেই পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। গতকাল রাতে ধসে ৮টি বাড়ি তলিয়ে গিয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। 

অন্য়দিকে, বীরভূমের সিউড়ির কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির।  পঞ্চায়েতের উপপ্রধান সহ দুজন যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১০,  বিজেপির ৭। কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৭। বোর্ড গঠনের জন্য বিডিওর কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন জেলা কোর কমিটির আহ্বায়ক। 

পাশাপাশি, কোচবিহারের ভেটাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের দখল নিল তৃণমূল। নিশীথ প্রামাণিকের পরাজয়ের পরই ভেটাগুলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ১১ সদস্য তৃণমূলে যোগদান করে। ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতেরও ৫ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেয়। এরপরই অঞ্চল অফিসদুটিতে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। আজ তালা খুলে পঞ্চায়েত অফিসের দখল নিল তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola