Sovan Chatterjee : ' ওনার কোনও কথা, আমি কখনও আমি তো অমান্য করিনি', মমতার বাড়ি ঘুরে হাসি মুখে শোভন
ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কি তৃণমূলে ফিরতে পারেন প্রাক্তন মেয়র? এই প্রশ্নের মুখে শোভনের ইঙ্গিতপূর্ণ উত্তর, একটি একটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বৈশাখীও এদিন বলেন, শোভনকে তৃণমূলকর্মী হিসেবেই দেখি। আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। ভাইফোঁটায় তৃণমূলনেত্রীর বাড়িতে গেছিলেন মুকুল রায়ও। ' দিদির যা সিগনাল দেওয়ার, যেভাবে যেকথা, যেভাবে যেখানে বলেছেন, সেটা বাস্তবায়িত হলেই, Lets see। ওনার কোনও কথা, আমি কখনও আমি তো অমান্য করিনি। ' বললেন প্রাক্তন মেয়র।
Tags :
Mamata Banerjee Bangla News Bangla News Live Baisakhi Banerjee TMC Sovan Chatterjee ABP Ananda ABP Ananda Bengali News