App For Vote: অন্ধকারে আলো দেখাবে অ্যাপ, বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের জন্য চালু বিশেষ অ্যাপ
Continues below advertisement
অন্ধকারে আলো দেখাবে অ্যাপ। বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের জন্য চালু হয়েছে বিশেষ অ্যাপ। পারসন উইথ ডিসএবিলিটি-নামের এই অ্যাপ নিয়ে সচেতনতা তৈরি করতে বেহালার কলকাতা ব্লাইন্ড স্কুলে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু। ১০৫০ টোল ফ্রি নম্বরেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বিশেষভাবে সক্ষমরা।
Continues below advertisement