Scam : যে কোনও জায়গায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, ইডির পক্ষে নির্দেশ আদালতের। ABP Ananda
Recruitment Scam : সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর কোনও বাধা রইল না। যে কোনও জায়গায় গিয়ে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। নির্দেশ দিল ইডির বিশেষ আদালত। গতকাল ইডি আদলতে জানায়, কোর্ট কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিলেও তা করা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আবেদনও জানায় ইডি। এসএসকেএমের চিকিৎসকরাই সুজয়কৃষ্ণ ভদ্রর স্বাস্থ্য পরীক্ষার পর ঠিক করবে, তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কি না বা জেলে ফেরানো যাবে কিনা। ইডির আবেদনের প্রেক্ষিতে নির্দেশ দিল বিশেষ আদালত।