Kolkata News: সল্টলেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন অল ইন্ডিয়া মোবাইল রিটেলারস অ্যাসোসিয়েশনের

ABP Ananda LIVE: ৩০ বছরের যাত্রাপথ। সেই যাত্রাপথে এসেছে বিপ্লব। ১৯৯৫ সালের চালু হওয়া মোবাইল ফোন আজ প্রায় সবার হাতে হাতে। ৩০ বছরের এই যাত্রাপথকে তুলে ধরতে সল্টলেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল অল ইন্ডিয়া মোবাইল রিটেলারস অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে একটি ডাকটিকিটও প্রকাশ করা হয় এদিন।

আরও খবর...

গত কয়েকদিনে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে BLO-দের বারবার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এবার সেই ইস্য়ুকেই সংসদে নিয়ে গেল বিজেপি। এই ইস্য়ুতে আলোচনা চেয়ে রাজ্যসভায় চিঠি দিলেন শমীক ভট্টাচার্য। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেনদুশেখর রায়ের পাল্টা অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে সায়েন্টিফিক রিগিংয়ের চেষ্টা করছে বিজেপি।

কসবার দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে, ছাত্র ভোট না হওয়া কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত তেসরা জুলাই সেই নির্দেশ দিতে গিয়ে, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চায়, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবা হচ্ছে? ২০১৭-র জানুয়ারিতে শেষবার রাজ্যের কলেজেগুলিতে ছাত্র ভোট হয়েছে। তারপর রাজ্যে দুটো পঞ্চায়েত নির্বাচন, দুটো লোকসভা নির্বাচন, একটা বিধানসভা নির্বাচন, 
একাধিক উপনির্বাচন, পুরসভার নির্বাচন হয়েছে। হয়নি শুধু ছাত্র ভোটটাই! তাও ৭ বছর ধরে! যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ২০২০ সালে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে ২০১৯ সালে শেষবার ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। কসবাকাণ্ডের আবহে রাজ্যজুড়ে কলেজে কলেজে মনোজিৎ মডেল সামনে আসার পর, আরও জোরালো হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ১৭ জুলাই ছাত্রভোট নিয়ে সরাসরি রাজ্য সরকারকে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola