Kolkata News: OT তে রোগীদের দেখভাল করা নিয়ে কলকাতায় বিশেষ ওয়ার্কশপ। ABP Ananda Live
ABP Ananda Live: কেমন হওয়া উচিত অপারেশন থিয়েটারের পরিবেশ? কেমন করেই বা OT তে দেখভাল করা উচিত রোগীদের? শনিবার এই বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতায়। রাজ্য়ের স্বাস্থ্য় সচিবের পাশাপাশি উপস্থিত ছিলেন শহরের নামী হাসপাতালের চিকিৎসক ও নার্সিং বিভাগের আধিকারিকরা।
এবার অপারেশন থিয়েটার সংক্রান্ত নানা বিষয়ের ওপর, ওয়ার্কশপের আয়োজন। ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা সহ একাধিক হাসপাতালের উদ্য়োগে শনিবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজন করা হয় এই ওয়ার্কশপের। এই কনফারেন্সে, অপারেশন থিয়েটারে রোগীর সুরক্ষায় নার্সদের ভূমিকা, এবং অপারেশনের পর রোগীকে কীভাবে দেখভাল করা উচিত, এই সংক্রান্ত বিষয়ে আলোচন করা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন, রাজ্য়ের স্বাস্থ্য় সচিবের পাশাপাশি শহরের নামী হাসপাতালের চিকিৎসকরা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, দেশের বিভিন্ন হাসপাতালের নার্সিং বিভাগের আধিকারিকরা।