Speed News: মাধ্যমিকে জেলার জয়জয়কার, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ

মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন রৌনক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯২। রৌনক ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র।

তৃতীয়স্থানে অনন্যা দাসগুপ্ত। প্রাপ্ত নম্বর ৬৯১। অনন্য আসানসোলের উমারানি ঘোড়াই মহিলা কল্যান হাই স্কুলের ছাত্রী।


এবছর মাধ্যমিকে চতুর্থ হয়েছেন শ্রুতর্ষি ত্রিপাঠী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। শ্রুতর্ষি কলকাতার পাঠভবনের ছাত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola