Sreerampore Bridge: বন্ধ আলো, পড়ে রয়েছে কেবল, মরণফাঁদ শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতু।Bangla News
শ্রীরামপুরে ব্যস্ততম শহিদ গোপীনাথ সেতুতে রাতে জ্বলছে না বাতিস্তম্ভের আলো। এদিক ওদিক ফাইবার কেবল পড়ে থাকায় মরণফাঁদে পরিণত হয় সেতু। যে কোনও মুহুর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে শ্রীরামপুর পুরসভা ও পূর্ত দফতর।
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Srirampur Light Street Light Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Srirampur Municipality