Srijan Bhattacharya: 'পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশ প্রথম দিন থেকেই অপরাধীদের বাঁচিয়েছে', বললেন সৃজন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জুনিয়র ডাক্তারদের পর এবার লালবাজার অভিযানে বামেরা । সিপি-র পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান । বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল

আরও খবর...

সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল', এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই, জানালেন কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে চালান ছিল, সওয়াল রাজ্যের।

'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক', আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', বললেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram