SSC: 'ভাই ১২ পেয়েছে প্রমাণ হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব', এই ভাষাতেই SSC-কে নিশানা শ্রীকান্ত মাহাতোর
Continues below advertisement
SSC: সকুল সার্ভিস কমিশনের (School Service Commision) বিরুদ্ধে সরাসরি অভিযোগ। ভাই ১২ পেয়েছে প্রমাণ হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, শনিবার এই ভাষাতেই SSC-কে নিশানা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahato)। সম্প্রতি, গ্রুপ সি-র নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টের (High court) নির্দেশে, চাকরিচ্যুত ৮৪২ জনের তালিকায় নাম ছিল শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর।
Continues below advertisement