SSC News: পরিস্থিতিটা খারাপের দিকে এগোচ্ছে, কী করে সামলাবো নিজেরাই বুঝতে পারছি না:চাকরিহারা শিক্ষক

Continues below advertisement

ABP Ananda LIVE : ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় মেনে নিয়ে, বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্য়শিক্ষা পর্ষদ। ২০২৬ সালের পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এরা যাতে কাজ করতে পারে, তার জন্যই আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও পর্ষদের এই আবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।

 

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল কলকাতা হাইকোর্টে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার জন্য আবেদন করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য। মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখনও অবধি যুবভারতীকাণ্ডে দুটি জনস্বার্থ মামলা দায়ের করার জন্য আবেদন জানানো হয়েছে। এবং দুটি মামলাই দায়ের করার জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, তিনি অনুমতি দিয়েছেন। এবং প্রথম মামলাটি দায়ের করার জন্য আবেদন জানিয়েছেন বিল্বদল ভট্টাচাৰ্য। তাঁর বক্তব্য হল যুবভারতীতে, যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পক্ষে সেটা কিন্তু খুব একটা, ভাল লক্ষণ নয়। বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। অতয়েব অবিলম্বে কলকাতা হাইকোর্ট পদক্ষেপ করুক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola