SSC Case: কে যোগ্য, কেই বা অযোগ্য? এই প্রশ্নে নেতাজি ইন্ডোরে মুখোমুখি ২ পক্ষ | ABP Ananda Live
ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাস না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ। পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাধে। চাকরিহারাদের দাবি, ২৬ হাজারের চাকরি গেছে, কোথাও যোগ্য-অযোগ্য বিভাজন করা যায়নি, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন? মুখ্যমন্ত্রী বলেননি, পাস নিয়ে ঢুকতে হবে, তাহলে কেন পুলিশ আটকাচ্ছে? প্রশ্ন চাকরিহারাদের।
'CBI-এর উদ্ধার করা মাদারডিস্ক পাবলিশ করুন', চাকরিহারাদের জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে দেশের সুপ্রিম কোর্ট। কলমের এক আঁচড়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। রবিবার রামনবমীর ঘিরে গোটা রাজ্যে যখন উৎসবের আমেজ, সেই সময় শহরের রাস্তায় হাহাকার চাকরিহারাদের। চাকরি ফিরে না পেলে গণ-আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। আর সেই আবহে ফের মুখ খুললেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব বলে জানালেন আবারও। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন।
রবিবার শহিদ মিনার থেকে চাকরিহারারা সাংবাদিক বৈঠক করেন। এর পর এবিপি আনন্দে মুখ খোলেন অভিজিৎ। তিনি বলেন, "তিনদিন আগে লোকসভায় যে কথা বসেছিলাম, আজ কলকাতায় ফিরে দেখছি, সেই প্রস্তাব যথেষ্ট স্বচ্ছ। আজ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনও সাড়া পাইনি। তাই রাজনীতি না করে, রাজনীতির ঊর্ধ্বে উঠে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে বলব, 'একটা কাজ করুন। সৎ ভাবে যে ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল, তারা মরতে বসেছে।"