SSC Case: যোগ্য়-অযোগ্য় তালিকা প্রকাশের দাবিতে আজও অনড় আন্দোলনকারীরা | ABP Ananda Live
ABP Ananda Live: তিনদিনে পড়ল SSC-র চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। যোগ্য়-অযোগ্য় তালিকা প্রকাশের দাবিতে আজও অনড় আন্দোলনকারীরা। যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ না করলেও, আদালতের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন, কারা বেতন পাবেন, সে তালিকা ইতিমধ্যে ডিআই অফিসে পাঠানো হয়েছে। স্কুলগুলির কাছেও পৌঁছে গেছে নির্দেশ। কিন্তু কারা স্কুলে যেতে পারবেন না, সেই তালিকা কেন প্রকাশ করছে না এসএসসি? প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষকরা। থেকে প্রধান শিক্ষকদের একাংশ।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য
চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা।