SSC Case: ধর্মতলা মোড়ে ওয়াই চ্যানেলে চাকরিহারা এখনও অবস্থান চালিয়ে যাচ্ছেন
ABP Ananda Live: আজ বাংলার নববর্ষ, গোটা রাজ্যজুড়ে উৎসবের আবহ। কিন্তু যারা চাকরি হরিয়েছেন তাঁদের কাছে নতুন বছরের এই সকাল যেন রাতের চেয়েও অন্ধকার। কারণ তাঁরা সকলে এখন দিশেহারা। ধর্মতলা মোড়ে ওয়াই চ্যানেলে এখনও চালিয়ে যাচ্ছে অবস্থান। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি ফিরে পাওয়ার জন্য।
সম্প্রীতির সিংহপাড়া
সিংহ পাড়া, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হিন্দু অধ্যুষিত এলাকা। তার মধ্যেই গুটিকতক মুসলিম পরিবারের বাস। কিন্তু, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুনে যখন জ্বলছে সামশেরগঞ্জ, তারই মধ্যে, মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা। মুসলিম সম্প্রদায়ের বাড়ির বাইরে কড়া পাহারায় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। নৈরাজ্যের মু্র্শিদাবাদে, সম্প্রীতির এক উজ্জ্বল পাঠ পড়ালেন সিংহ পাড়ার বাসিন্দারা।
'কাকুরাই ঘিরে রেখেছে'
সিংহ পাড়ার জুবেইদা মল্লিক বলেছেন, ' কাকুরাই ঘিরে রেখেছে, কোনও সমস্যা নেই আমাদের'। সিংহ পাড়ায় মন্দিরের ঠিক পাশে এই বাড়িতেই থাকেন সাবির মল্লিক ও জুবেইদা মল্লিক। সংশোধিত ওয়াকফ আইনের বিক্ষোভে শুক্রবার থেকে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদ। হিংসার আগুনে বলি হয় তিন-তিনটে প্রাণ। কিন্তু এই অশান্তির মধ্য়েই প্রতিবেশী সাবির-জুবেইদাদের রক্ষার দায়িত্ব নেন স্বপন-বংশীলালরা ! অশান্তির আগুন বন্ধুত্বকে ছারখার করতে পারেনি।