SSC: যাঁরা সমাজ গড়ার কারিগর, তাঁদের ওপরই পুলিশের নির্মম লাঠিচার্জ!প্রতিবাদে গর্জে উঠেছে নাগরিক সমাজ

ABP Ananda Live: যাঁরা সমাজ গড়ার কারিগর, তাঁদের ওপরই পুলিশের নির্মম লাঠিচার্জ! খেতে হয়েছে লাথি! এর প্রতিবাদে গর্জে উঠেছে নাগরিক সমাজ। নিন্দায় সরব বিভিন্ন মহল। বুধবার কসবায় DI-অফিস অভিযানে, চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, লাথির প্রতিবাদে এবং চাকরি ফেরতের দাবিতে, বৃহস্পতিবার মহামিছিল করেন চাকরিহারারা। শিয়ালদা থেকে শুরু হয়ে, মিছিল শেষ হয় ধর্মতলায়। আর জি কর কাণ্ডের পর, আবার একটা মহামিছিল...ফের একজোট নাগরিক সমাজ, যেখানে সামিল হলেন কর্মরত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী থেকে সাধারণ মানুষ। শিক্ষককে পুলিশের লাথি মারার প্রতিবাদে নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টজনেদের একাংশ।

 

হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে, আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া?

 ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ১০ থেকে ১৪ এপ্রিল, উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবন রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা সমুদ্রতল থেকে উপরে, ৩.১ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর, যা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার ঊর্ধ্বে রয়েছে। উপযুক্ত বায়ুর ধরন এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার জেরে ১০ থেকে ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola