SSC Case: চাকরি ফেরত চেয়ে এবার আন্দোলনে শিক্ষাকর্মীরাও,পর্ষদের অফিসের সামনে অবস্থান

ABP Ananda Live: ABP Ananda Live: চাকরি ফেরত চেয়ে এবার আন্দোলনে শিক্ষাকর্মীরাও। রাত পেরিয়ে সকাল, এখনও পর্ষদের অফিসের সামনে অবস্থান। ঘেরাও SSC ভবন, মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনেও অবস্থান। 

'যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ SSC অপিস ঘিরে রাখব', বললেন চাকরিহারা। "ওঁরা বসে বসে বিরিয়ানি খাবেন, চা-বিস্কুট খাবেন ? আমাদের পেটে খিদে নেই ? আমরা ছেড়ে দেব না। এর শেষ দেখে ছাড়ব। কমিশন, পর্ষদ কাউকে ছেড়ে কথা বলব না। আগুন জ্বলে যাব।" ঠিক এভাবেই হুঙ্কার ছাড়লেন আন্দোলনরত এক চাকরিহারা। গতকাল রাতটা রাজপথেই খোলা আকাশের নীচে কেটেছে আন্দোলনকারীদের। আজও সেই আন্দোলন জারি আছে। সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর দফতরেই আটকে SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ আধিকারিকরা। অন্যদিকে, করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের অবস্থান-বিক্ষোভ। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন অশিক্ষক কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ  D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয় ? প্রশ্ন তুলেছেন তাঁরা। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola