SSC Case : এবার চাকরিহারা শিক্ষকদের থানায় তলব, ২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ
ABP Ananda LIVE : পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা ।২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ।হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে, উল্লেখ নোটিসে, খবর সূত্রের ।সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটক, হুমকির অভিযোগে মামলায় তলব।কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগেও মামলা, খবর সূত্রের।
১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন CMD
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।