SSC : বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন। সামনে মোতায়েন রয়েছে পুলিশও। গোটা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা
ABP Ananda LIVE : বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন।হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ।শাসক-পুলিশের মার খেয়েও রাস্তা আঁকড়ে লড়াই।রক্তাক্ত, ক্ষতবিক্ষোত হয়েও লড়াইয়ে চাকরিহারারা।বিকাশভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের অবস্থান।আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সামনে মোতায়েন রয়েছে পুলিশও।গোটা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা।
UCO Bank: ১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন সামাদ
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।