SSC Case: হিন্দোলের পর রেজাউলেরও জামিন, 'তদন্ত চলবে' জানালেন বিধাননগর DC

ABP Ananda LIVE: চক্রান্তের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে প্রশ্নেরই মুখে পুলিশ! 'কিসের ভিত্তিতে গ্রেফতার করলেন, তারই তো উল্লেখ নেই'। 'রেডে গেলে উল্লেখ করেন, কোন সোর্সের ভিত্তিতে, এখানে সেটা নেই কেন?''ফোনে কথোপকথনের সঙ্গে যে যে ধারা দিয়েছেন, তার সামঞ্জস্য নেই'। SSC ভবন অভিযানের আগে ধরপাকড় নিয়ে কোর্টের প্রশ্নে পুলিশের ভূমিকা। 'কথোপথনের ট্রান্সক্রিপ্টেড স্ক্রিপ্ট FIR-এর সঙ্গে যুক্ত নেই কেন?'মুর্শিদাবাদের বাসিন্দা মালদার শিক্ষকের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে পুলিশ'কথোপকথনে যা আছে, তাতে কোন সরকারি কর্মী, পুলিশকে ভয় দেখানো হচ্ছে?''কীভাবে কোন সরকারি কর্মীকে ভয় দেখানো হচ্ছে, তাও স্পষ্ট নয়'। 'যাকে গ্রেফতার করেছেন, ফোনের অপরপ্রান্তে কে ছিলেন, চিহ্নিত করেছেন?''এই মামলায় সেনা, নৌবাহিনীর ধারা যুক্ত করেছেন, এটা কী কারণে?''এখানে তো কোনও সেনা, নৌসেনা মোতায়েন করা হয়নি?'
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইসিকে বিএনএসের বই দিলেন বিচারক! 'জানি আপনারা চাপের মধ্যে কাজ করেন, কিন্তু ধারার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে'-। 'যার সঙ্গে ওই ব্যক্তির কথা হয়েছিল, তার সম্পর্কেও তো কিছু জানেন না'। বিষয়টি খুব আকস্মিক, গ্রেফতারি নিয়েই প্রশ্ন তুলে মন্তব্য বিচারকের। 'আপনারা নিজেরাই কেস করছেন, কিন্তু কারও কি কিছু জানার অধিকার নেই?'ধৃত রেজাউল হককে ৭দিনের পুলিশ হেফাজতে গিয়ে ভয়েস স্যাম্পল নেওয়ার নির্দেশ। 'এই মুহূর্তে ভয়েস স্যাম্পেল নেওয়ার দরকার নেই, ভবিষ্যতে হলে আবেদন'। আদালতে অভিযুক্তের ভয়েস স্যাম্পল নিয়ে জানাল পুলিশ। 'তাহলে আপনারা এই মুহূর্তে ভয়েস স্যাম্পল নিচ্ছেন না, এটা উল্লেখ রাখছি'। বললেন বিধাননগর মহকুমা আদালতের বিচারক অর্ঘ্য আচার্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola