SSC Case: 'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরেদের ছাড়বেন না', এসএসসি মামলার রায় ঘোষণার পর পথে SFI

ABP Ananda Live: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার মধ্যপ্রদেশের ব্যাপম কাণ্ডের প্রসঙ্গ টানলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থার প্রতি সম্মান রয়েছে বলে জানালেও, মমতা জানালেন এত মানুষের চাকরি বাতিলের নির্দেশ তিনি মানতে পারছেন না। আর সেই প্রসঙ্গেই ব্যাপম কাণ্ডের উল্লেখ করেন মমতা। ব্যাপম কাণ্ডে যেখানে খুনের ঘটনাও ঘটে, সেখানে কতজনের সাজা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। (Mamata Banerjee)

সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই ব্যাপম কাণ্ডের প্রসঙ্গ তোলেন। বলেন, "একটা রাজনৈতিক কথা বলছি এবার। এর সঙ্গে আদালতের কোনও যোগ  নেই। কিন্তু মধ্যপ্রদেশে ব্যাপমকাণ্ডে কী হয়েছে? ৫০ জনের বেশি লোককে খুন হয়েছে। কী শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এখানে তো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই জেলে রেখে দিয়েছেন! আমরা তো কিছু বলিনি সেই নিয়ে! একই অপরাধীর কতবার শাস্তি হয়? একজনের অপরাধে কতজনের শাস্তি হয়?" (SSC Case)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola