SSC Case: এসএসসি ভবনের সামনে তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি চাকরিহারাদের

ABP Ananda LIVE : কোনও তালিকা প্রকাশ হচ্ছে না', বৈঠক শেষে বললেন চাকরিহারাদের প্রতিনিধি। 'যতদিন না সুরাহা, SSC অফিস ঘেরাও', বিক্ষোভে চাকরিহারারা। 'কে বলেছিল ১ বছরের মধ্যে নিয়োগ না করতে ?', প্রশ্ন চাকরিহারাদের। SSC ভবনের বাইরে 'চোর' স্লোগান। ২৬ হাজার চাকরি বাতিল। এসএসসি ভবনের সামনে তুলকালাম। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা। তালিকা প্রকাশের আগেই এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। 'চেয়ারম্যানের পদকে কলঙ্কিত করছেন', মন্তব্য চাকরিহারাদের। আচার্য সদনের গেটের সামনে বসে পড়লেন চাকরিহারারা। এখনও এলনা যোগ্য-অযোগ্যদের তালিকা। আচার্য সদনের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা, সংঘর্ষ। শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি চাকরিহারাদের। সন্ধ্যা ৬ টা পার, এখনও এল না তালিকা। পুলিশের সঙ্গে তুমুল বচসা চাকরিহারাদের। আরও বাহিনী নিয়ে এল পুলিশ। বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পুলিশকে ঠেলে আচার্য সদনের ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola