SSC Case: সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২৬ হাজার,যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও পাশে মুখ্যমন্ত্রী!
ABP Ananda Live: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন'-এর সভায় যোগ দিয়ে SSC-র চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন - যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। যদিও চাকরিহারাদেরই কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর আশ্বাসকে ললিপপ হিসেবে দেখছেন। কংগ্রেসের অধীর চৌধুরী কটাক্ষ করে বললেন - আপনার চালাকি সবাই ধরতে পেরেছে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান প্ল্যান A থেকে E রেডি আছে। তবে শুধু যোগ্যদের পাশে দাঁড়ানো নয়, তিনি আরও আশ্বাস দিয়েছে - যাঁদের অযোগ্য বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে সেটা দেখবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি, আমরা প্ল্য়ান A চাই। যোগ্য় তালিকা জমা দিন। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের গেটপাস নিয়ে, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন চাকরিহারাদের দুই পক্ষ। অন্যদিকে আজই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্য়শিক্ষা পর্যদ।