SSC Case: ববিতা দাসের মামলার রায় সরকার মেনে নিলে আজ ১৮ হাজারের এই পরিণতি হত না: শুভেন্দু

ABP Ananda Live: 'ওঁর অভিজ্ঞতা আছে, উনি বিচারপতি ছিলেন, শিক্ষিত মানুষ। তিনি তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন । ববিতা দাশের মামলায় ৭ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন, সেটা যদি সরকার মেনে নিত তাহলে আজ বাকি ১৮ হাজারের এই পরিণতি হত না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ। কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী যে ভাষায় বলেছেন উনি হিন্দু বলে, গাঙ্গুলি না ডাঙ্গিুলি এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন। এই মুখ্যমন্ত্রীর মুখকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত', আক্রমণ শুভেন্দুর।

 

 SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। রাতারাতি চাকরি খুইয়ে কার্যত দিশেহারা যোগ্যরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তা রাতের ঘুম উড়েছে হাজার হাজার চাকরিহারার। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, "মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব।" শুধু তা-ই নয়, সমস্ত শিক্ষকের উদ্দেশে তাঁর বার্তা, "ভরসা রাখুন।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola