Suvendu Adhikari : চাকরিহারা শিক্ষকদের পর এবার চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর
ABP Ananda LIVE: চাকরিহারা শিক্ষকদের পর এবার চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। বিধানসভার ভিতরে গিয়ে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ গ্রুপ সি ও ডি কর্মীদের। চাকরিহারা শিক্ষাকর্মীদের কী আশ্বাস দিলেন বিরোধী দলনেতা ?
'জনগণের কাছে ক্ষমা চাইছি', দাগি তালিকা প্রকাশ হতেই TMC নেতার কান ধরে ওঠবস!
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের মুখে ১ হাজার ৮০৬ জন দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই, সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন চাকরিহারা এক যোগ্য শিক্ষক। পুরো বিষয়টা যাচাই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সর্বোচ্চ আদাতের নির্দেশ, স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি' এমন কেউ যেন পরীক্ষায় বসতে না পারেন।
এই সব ঘটনার মধ্যেই দাগি তালিকা প্রকাশ হতেই তৃণমূল নেতার কান ধরে ওঠবস-এর ভিডিও ভাইরাল । বিবেক দংশনে তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলরের ওঠবস এমনটাই মনে করছে অনেকে। কান ধরে ওঠবস করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা।