SSC Case: মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে, চোখ থেকে রক্ত পড়ছে: আন্দোলনকারী

ABP Ananda Live: 'মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে, চোখ থেকে রক্ত পড়ছে। একদম ঠিক কথায় বলেছেন। আমাদের দাবিটা আমরা ন্যায্যভাবেই রেখেছিলাম, মুখ্যমন্ত্রী এখানে আসুন আমাদের সঙ্গে কথা বলুন। যারা বিকাশভবনে ঘেরাও ছিল আমরা তাঁদের উদ্দেশে বলেছিলাম একটা দিন ঘেরাও থাকুন। এই আধিকারিকদের ভুলের জন্যই আজ আমাদের এই দশা'। বললেন আন্দোলনকারী।

 

 

'জাতীয় লজ্জার দিন, আর কত নিম্নগামিতা দেখব' শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনায় সরব মোনালিসা

প্রতিবাদী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সমালোচনার ঢেউ দিকে দিকে। প্রতিবাদ করতে গিয়ে আবারও রক্ত ঝরল শিক্ষকদের। চামড়ায় পড়ল লাঠির আঘাতের দাগ। কেউ কেউ পুলিশের বিরুদ্ধে গোপনাঙ্গে আঘাত করারও অভিযোগ করলেন। এমন এক দিনে সমালোচনার ঝড় বয়ে গেল বিভিন্ন মহল থেকে। 

 মোনালিসা মাইতির বক্তব্য 

তারা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি এই ঘটনার তীব্র নিন্দা জানালেন। বললেন, 'আমার কাছে এই দিনটা জাতীয় লজ্জার দিন। স্বাধীন ভারতে নিরীহ, অস্ত্রহীন, কর্মহীন শিক্ষকদের লাঠিপেটা করা হচ্ছে,কবে এ ঘটনা আমরা দেখেছি। ভবিষ্যতে দেখতেও চাই না। আমার আবেদন সকলের কাছে, এর তীব্র নিন্দা যেন সমাজের সব স্তর থেকে হয়। পুলিশের মধ্যে গেঞ্জি পরা লোকেরা লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছে, এরা কারা। এরা কী সেই চটি পরা পুলিশেরই কোনও এক দল, আর কত নিম্নগামিতা আমরা দেখব '

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola