Abhishek Banerjee: 'আন্দোলন কখনও হিংসাত্মক হয় না', আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা অভিষেকের

ABP Ananda Live:'প্রতিবাদ করার অধিকার সবার আছে। আন্দোলন কখনও হিংসাত্মক হয় না'। আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা অভিষেকের। আপনার দলই তো সরকারে! ব্যবস্থা নিন’, সুর চড়ালেন আন্দোলনকারীরাও। 

 

'সন্ত্রাসবাদদমনে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ তৃণমূলের' তবু কেন প্রতিনিধি দলে থাকছেন না ইউসুফ? স্পষ্ট করলেন অভিষেক

 

পহেলগাঁওকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের জিরো টলারেন্স নীতি এবং পাকিস্তানের মদতদাতার ভূমিকা তুলে ধরতে বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর তাতে রয়েছেন বিজেপি ও সরকারের শরিক দল ছাড়াও বিরোধী দলের প্রতিনিধিরা। কিন্তু ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কেন ? পরিষ্কার করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

JDU-র সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, তারা দেশের এবং জাতীয় স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। কিন্তু তিনি যাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিনিধিদল পাঠানো নিয়ে তৃণমূলের কোনও আপত্তি নেই, কিন্তু দলের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে তৃণমূলই সিদ্ধান্ত নেবে। বিদেশ নীতি একান্তভাবেই কেন্দ্রের বিষয় এবং এটা পরিচালনা করা সম্পূর্ণ ভাবে তাদেরই দায়িত্ব। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola