SSC Case: নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন

ABP Ananda Live: নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়াল রাজ্য, SSC। 'সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না'। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না'। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

 

 

ছাত্রীকে 'গণধর্ষণ', সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন

গত জুন মাসেই কসবাকাণ্ড প্রকাশ্যে আসে। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন কলেজের রেজিস্টারে দেখা যাচ্ছে ভাইস প্রিন্সিপালের ইন-আউট টাইম লেখা রয়েছে '৯.৫০' ।  আর এখানেই উঠেছে প্রশ্ন।  তাহলে কি একই সময়ে ঢুকলেন এবং বেরিয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল? ৯.৫০-এর পাশে সকাল কিংবা সন্ধে AM/ PM কেন লেখা নেই ? তাহলে কি মনোজিৎদের অত্যাচারের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? মূলত ছাত্রীর বয়ান অনুযায়ী সন্ধে ৭.৩০ থেকে রাত ১০.৫৫ পর্যন্ত কলেজে আটকে অত্যাচার চলেছিল। বেরোনোর সময় রাত ৯.৫০ হলে, ধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল ? ভাইরাল রেজিস্টার নিয়ে এখানেই প্রশ্ন উঠেছে। কিন্তু কোনও স্পষ্ট জবাব নেই ভাইস প্রিন্সিপালের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola