SSC: এসএসসি দুর্নীতি মামলার তদন্তে এবার মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই, আনা হল সভাপতিকেও
Continues below advertisement
SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার মধ্যশিক্ষা পর্ষদে (WBBSE) সিবিআই (CBI)। তল্লাশি অভিযানের পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, SSC নিয়োগ মামলার তদন্তে আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অফিস সল্টলেকের (Saltlake) ডিরোজিও ভবনে যায় সিবিআইয়ের ৬ সদস্যের দল। পর্ষদের অ্যাডমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই (CBI) সূত্রে খবর। এসএসসি-নিয়োগে দুর্নীতির তদন্তে দিকে দিকে অভিযান। ফ্ল্যাট থেকে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে আনল সিবিআই। ফ্ল্যাট থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে পর্ষদ অফিসে আনল সিবিআই। পর্ষদের অফিসে এনে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly) সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। বারবার তলব করেও না আসায় কাদাপাড়ার ফ্ল্যাট গেল সিবিআই।
Continues below advertisement
Tags :
ABP Ananda CBI Wbbse ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ