SSC Exam Updates: রবিবার SSC-র নতুন নিয়োগের পরীক্ষা নিয়ে সাংবাদিক বৈঠকে কী জানালেন SSC-র চেয়ারম্যান?
ABP Ananda LIVE : কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে কাল পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর দু’টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। SSC-র পরীক্ষা ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা। এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। OMR শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের ২ বছর পর্যন্ত। OMR শিটের স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। SSC-র দু’টি পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার।
আরও পড়ুন...
লালগোলায় BDO-র কোয়ার্টারে তাণ্ডব, গ্রেফতার ২
লালগোলায় BDO-র কোয়ার্টারে তাণ্ডব, গ্রেফতার ২। রামনগর ভিলেজ মোড় থেকে গ্রেফতার দুই যুবক। BDO-র আবাসনের সামনে গামছায় মুখ বেঁধে কয়েকজনকে ইট ছুড়তে দেখা যায়। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে লালগোলার রামনগর থেকে গ্রেফতার ২। ধৃতরা রামনগরের বাসিন্দা কামিরুল ইসলাম, সেসম ইয়ামউদ্দিন। লালগোলা থানায় অভিযোগ দায়ের বিডিও-র, গ্রেফতার ২। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।