SSC Case: কাল প্রায় ৮ বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থার ছবি চারিদিকে
ABP Ananda LIVE : কাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রায় ৮ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা।৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে কাল পরীক্ষা।১৪ সেপ্টেম্বর দু’টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। কাল নবম-দশম ও ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা।SSC-র পরীক্ষা ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা।এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। OMR শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের ২ বছর পর্যন্ত। OMR শিটের স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। SSC-র দু’টি পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার।
আরও পড়ুন...
চাঁচল থানার সামনে ধর্না তুলতে তুলকালাম, রাত পেরিয়ে সকাল, এখনও চাঁচল থানার সামনে ধর্নায় বিজেপি সাংসদ
চাঁচল থানার সামনে ধর্না তুলতে তুলকালাম। রাত পেরিয়ে সকাল, এখনও চাঁচল থানার সামনে ধর্নায় বিজেপি সাংসদ। ধর্না তুলতে এলাকায় পুলিশ, ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বিজেপি কর্মী সমর্থকদের।