SSC Group C: 'দুর্নীতির সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি হোক', বাগ কমিটির রিপোর্ট প্রসঙ্গে রাহুল সিনহা

Continues below advertisement

'অনুসন্ধান কমিটির যে রিপোর্টটা আজকে হাইকোর্টের সামনে এসেছে, সেই কথাগুলোই তো বাজারে ঘুরে বেড়াচ্ছিল। যে একটা কমিটির নাম করে একটা বিরাট দুর্নীতি চক্র ওখানে বসেছিল। যেখানে কোনওরকম পরীক্ষা না দিয়ে কোনও রকম যোগাযোগ না করেই এত লোকের চাকরি হয়ে গিয়েছিল। এত বড় দুর্নীতির খবর এর আগে প্রকাশ্যে আসেনি। এই দুর্নীতির গোড়া উপড়ানোর দরকার রয়েছে। আমি মনে করি, এই তদন্ত আরও জোরদার করা দরকার। উঁচুস্তরে যারা বসে আছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আদালত করুক।', প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram