SSC : আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসির, ইন্টারভিউতে ডাক না পাওয়া ১১০০ প্রার্থীর তালিকা প্রকাশ
নিয়োগ জট কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে ? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসির। ইন্টারভিউতে ডাক না পাওয়া ১১০০ প্রার্থীর তালিকা প্রকাশ। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ। ‘এরপর শুরু হবে ইন্টারভিউ পর্ব’, খবর কমিশন সূত্রে। ২০১৪ সালে উচ্চ প্রাথমিকের টেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আট বছর পরেও এখনও নিয়োগ অধরা।
Tags :
Job SSC ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর UpperPrimary