SSC: নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বহু প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন, বাগ কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য । Bangla News
রিপোর্টের ছত্রে ছত্রে নিয়োগ-দুর্নীতির উল্লেখ। SSC’র গ্রুপ D’র প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে অনেক প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Group-D এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Group D Ranjitkumar Bag Bag Committe Report SSC’র গ্রুপ D