SSC News: 'সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক নয়', জানালেন চাকরিহারারা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা । রাতভর অবস্থানের হুঁশিয়ারি দিয়েও আপাতত প্রত্যাহার । 'সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক নয়' । সপ্তাহের শেষে ফের পথে নামার ডাক চাকরিহারাদের 

আরও খবর...

 দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে 'যোগ্য' চাকরিহারারা। আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর তাঁদের সঙ্গে বৈঠক করতে গিয়েই মাত্রা ১০ মিনিট সময় দিলেন মুখ্যসচিব? যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সকলেই বলছেন, 'ওনার সময়ের দাম রয়েছে। আমাদের নেই? আমরা বানের জলের ভেসে এসেছি? মাত্র ১০ মিনিট সময় দিলেন। এটা সত্যিই হতাশাজনক। আমরা মর্মাহত। দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি আমরা।' 

এদিনের বৈঠকে 'সদর্থক' কিছুই আলোচনা হয়নি বলেই দাবি আন্দোলনকারী চাকরিহারাদের। কেউ কোনও আশ্বাস দেননি। প্রতিবারের মতোই কিছু কথা বলে, বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আর সরকারপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। না মুখ্যমন্ত্রী, না মুখসচিব, কেউ ডাকলেই যাবেন না রুদ্ধদ্বার বৈঠকে। এদিনের বৈঠকে মুখ্য সচিবের তাড়াহুড়ো প্রসঙ্গে চাকরিহারা আন্দোলনকারী মেহেবুব মণ্ডল বলেছেন, 'মাত্র ১০ মিনিট সময় দিলেন। ব্যস্ততা দেখাচ্ছিলেন। যেন বাধ্য হয়ে এসেছেন। কোনও আশা পাওয়া যায়নি। আমাদের দিকেই বল ঠেলে দিচ্ছেন। আমাদের ঘাড়েই দায় দিচ্ছেন।' 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola