SSC News: প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিয়ে আমি আবার পরীক্ষা দেব না : চাকরিহারা শিক্ষিকা | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরিটা গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। এটা সব জায়গায় একেবারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত। আমি প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিয়ে আমার টাকরিটা হারাব, অসম্মানিত হব এবং আবার সেই একই চাকরির পরীক্ষায় বসব এটা কোনও বিকল্প হতে পারে না। যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে আমার চাকরিটা গেছে , তর্কের খাতিরে ধরে নিলাম আমি আবার পরীক্ষায় বসলাম। সেই প্রতিষ্ঠান যে আবার কোনও দুর্নীতি করবে না তার কী গ্যারান্টি আছে?' মন্তব্য চাকরিহারা শিক্ষকের।
আরও খবর....
পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন। প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পর নিখোঁজ দম্পতির ছেলে। ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাসদুয়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। আজ সকালে বাড়ির সামনে রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়েছিল।