SSC News: অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

ABP Ananda LIVE: কারা দাগি ? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১৮০৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা (SSC Tainted List) আপলোড করা হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে। এরপর আর কোনও তালিকা প্রকাশিত হবে না বলে কমিশন সূত্রের খবর। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫২ জন।

 

জেল হেফাজতে জীবনকৃষ্ণ, বুক ফুলিয়ে চাকরি চুরি, 'এখন কেঁদে কী লাভ?' কটাক্ষ সিপিএমের

৬দিনের ED হেফাজত শেষে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ।কোর্টে তোলার সময় ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বড়ঞার বিধায়ক । ১ লক্ষ মানুষের চোখের জল ফেলে এখন কাঁদছেন, খোঁচা বিজেপির । বুক ফুলিয়ে চাকরি চুরি, এখন কেঁদে কী লাভ? কটাক্ষ সিপিএমের ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola