SSC News : এসএসসি নিয়ে রাজ্যসরকারের অবস্থান অত্যন্ত ঘোলাটে, দিন দিন জটিল হচ্ছে : সুকান্ত
ABP Ananda LIVE : নতুন নিয়োগ ঘিরেও মামলার জট। নতুন নিয়োগ বিধি ও ভাতা-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কথা হাইকোর্টে পরপর মামলা। বিধি বদলে একাধিক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের কেন সুবিধা? প্রশ্ন ভাতা নিয়েও। 'এসএসসি নিয়ে রাজ্যসরকারের অবস্থান অত্যন্ত ঘোলাটে, দিন দিন জটিল হচ্ছে', বললেন সুকান্ত মজুমদারI
সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের
সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের। পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনের দাবি। 'পহেলগাঁও নিয়ে সরকারকে সমর্থন করেছে বিরোধীরা। বিদেশে গিয়েও সরকারের অবস্থান তুলে ধরেছে বিরোধীরা। অথচ কেন্দ্র অন্যান্য দেশ ও সংবাদমাধ্যমে মুখ খুললেও সংসদে নীরব। বিদেশ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল ফিরলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক', প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি কংগ্রেস, তৃণমূল, বাম, সমাজবাদী পার্টি-সহ বিরোধীদের।
চিঠিতে সই খড়গে, রাহুল, অভিষেক, অখিলেশদের।