SSC News: বিকাশ ভবনের সামনে আজকে চাকরিহারাদের ধর্নার ১৮ দিন, জারি আন্দোলন

ABP Ananda Live: বিকাশ ভবনের সামনে আজকে চাকরিহারাদের ধর্নার ১৮ দিন । আন্দোলন জারি রয়েছে। 

 

পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি' সিভিক ভলান্টিয়ারের ! কলকাতায় চাঞ্চল্যকর কাণ্ড

আবার পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি'! কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ!  গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ। চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ। থানায় ফোন স্থানীয়দের, কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সে, জেরায় স্বীকার নীরজের। 

হাইকোর্টের নির্দেশের একদিন পরে এখনও জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে পারেনি কামারহাটি পুরসভা । বাড়ি না ভাঙা নিয়ে অবাক যুক্তি কামারহাটি পুরসভার । এত বড় বাড়ি ভাঙার মত পরিকাঠামো পুরসভার নেই' । সরু গলির ভিতর বাড়ি হওয়ায় ভাঙার সরঞ্জাম ঢোকাতে অসুবিধা, অবাক যুক্তি কামারহাটি পুরসভার চার সপ্তাহের মধ্যে জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola