SSC News: যোগ্য়-অযোগ্য় বাছাইয়ের প্রশ্নে মুখ্য়মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অবস্থান কি কিছুটা আলাদা?

ABP Ananda Live: যোগ্য়-অযোগ্য় বাছাইয়ের প্রশ্নে মুখ্য়মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অবস্থান কি কিছুটা আলাদা? সোমবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে, শিক্ষামন্ত্রী কার্যত বুঝিয়ে দেন যোগ্য় এবং অযোগ্য়র ক্ষেত্রে তাঁর অবস্থান আলাদা। তিনি বলেন, "যদি ওখানে অযোগ্য়রা থাকেন, আমার তাঁদের উদ্দেশে কিছু বলার নেই। আর যোগ্য়রা যদি থাকেন, তাহলে বলব, যে বাড়ি চলে যান।" কিন্তু, মঙ্গলবার মুখ্য়মন্ত্রী আবার চাকরিহারাদের উদ্দেশে বলেন--- "কে টেন্টেড, কে আনটেন্টেড, আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে।" এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, যোগ্য়-অযোগ্য় বাছাই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থানে কি ফারাক রয়েছে?

 

মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিজেপির প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার বাধল হাজরায়। আটক করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। মুর্শিদাবাদ ও মালদার দুর্গতদের জন্য দোকানে দোকানে ঘুরে ত্রাণ সংগ্রহের কর্মসূচি নেয় বিজেপি। অনুমতি না থাকায় তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে শুরু হয় বচসা। সুকান্ত মজুমদারকে রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপির অন্যান্য নেতা-কর্মীদেরও। অন্যদিকে চাকরি বাতিল ইস্যুতেও চড়ছে রাজনীতির পারদ। এমাসে কি বেতন মিলবে? বেতন পেলেও তা কবে পাবেন? দক্ষিণ দিনাজপুরের প্রায় ৩৩৪টি সরকারি স্কুলে চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা আশঙ্কায় ভুগছেন। তার মধ্যে রয়েছেন বিজেপি 
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারও। তিনি দক্ষিণ দিনাজপুরের সানাপাড়া SSC হাইস্কুলের বটানির শিক্ষক। শিক্ষা দফতর বা DI অফিসের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি চাকরিহারা শিক্ষকদের নিয়ে। এই পরিস্থিতে মাসের ২২ তারিখেও স্যালারি রিকুইজিশন জমা দেওয়া হয়নি। যা সাধারণত ১০ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে অন্যান্যদের বেতনও আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola