SSC News: SSC ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি
ABP Ananda Live: SSC কি যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে? আজ দিনভর সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের। কিন্তু দেখা গেল, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও, যোগ্য়-অযোগ্য়র পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল না। প্রতিবাদে SSC ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তাঁরা। চাকরিহারাদের একাংশ দাবি করলেন, কাউন্সেলিংয়ের অজুহাত দেখিয়ে যোগ্যদেরও অযোগ্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। যদিও SSC-র তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে আজই রাজ্য় সরকারের ওপর চাপ বাড়িয়ে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক কর্মীরাও। যোগ্য়-অযোগ্য় নির্বিশেষে সুপ্রিম কোর্টের রায়ে যাঁদের সবার চাকরি ইতিমধ্য়েই ছেদ হয়ে গেছে! অন্যদিকে ২৬ হাজার চাকরি বাতিল ও মুর্শিদাবাদের দাঙ্গা ইস্যুতে কলকাতা ও জেলায় জেলায় বিক্ষোভ দেখাল ABVP ও বিজেপি। লালবাতি জ্বলে যাবে। তখন এরা দেখবেন জেলে আছে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এই ভাষায় আক্রমণ করলেন বিজেপির অর্জুন সিং। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।